• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ‘প্রিসাইডিং অফিসারদের গ্রেফতারই প্রমাণ করে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই’ * ‘শুক্রবার মেট্রোরেল চালানোর কোনো পরিকল্পনা নেই’ * কারো ওপর নির্ভর করে নয় জনগণের শক্তি দিয়েই আন্দোলন বিজয়ী হবে :মির্জা ফখরুল * ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের * আন্তর্জাতিক ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী * প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বুধবার * ২৯ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন কামি রিতা শেরপা * ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন : রিজভী * নিষেধাজ্ঞা উঠলেও ভারত থেকে পিয়াজ আমদানি হচ্ছে না! * ফিরেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক,আবেগ উচ্ছাসে বাঁধভাঙ্গা জোয়ার

ভুটানের রাজাকে সোনাহাট স্থলবন্দরে গার্ড অব অনার ও বিদায়ী সংবর্ধনা প্রদান

news-details

ছবি : সংগৃহীত


ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক (Jigme Khesar Namgyel Wangchuck)-কে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ শুক্রবার (২৮ মার্চ) ভুটানের রাজা কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। আজ দুপুরে ভূটানের রাজা সোনাহাট স্থলবন্দরে এসে পৌঁছালে বিজিবি'র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান,পিএসসি রাজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিজিবি'র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি সুসজ্জিত চৌকসদল রাজাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। অতঃপর ভূটানের রাজা বিজিবি'র ভিভিআইপি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং গার্ড অব অনার প্রদানকারী বিজিবি সদস্যগণকে মিষ্টি উপহার দেন। 

পরবর্তীতে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভূটানের রাজা ভারতে প্রত্যাগমনকালে বিজিবি কর্তৃক পুনরায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান এবং সীমান্তের শূন্যলাইন পর্যন্ত কঠোর নিরাপত্তা প্রদানপূর্বক বিজিবি'র রংপুর রিজিয়ন কমান্ডার কর্তৃক ভুটানের রাজাকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

এসময় বিজিবি'র রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, পিএসসি, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দুপুর ২.৫০ টায় ভুটানের রাজা নিজ দেশে প্রত্যাগমনের উদ্দেশ্যে স্থলপথে ভারতে গমন করেন।


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন