জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলে বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে মিরপুরের পল্লবীতে স্কুল প্রাঙ্গণে চিত্রাংকন করেন শিশু শিক্ষার্থীরা।
এ সময় স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তুলির আচড়ে শৈল্পিকভাবে বঙ্গবন্ধু, শেখ রাসেল ও বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলেন। শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের চিত্রকর্ম উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষক ও অতিথিবৃন্দ।
Cooper, 27 May, 2023 08:54 PM
یک خرید