• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত * ভারতে প্রথম ধাপের লোকসভা নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ * অতিবৃষ্টিতে দুবাই বিমানবন্দরে এখনো অচলাবস্থা * ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান * ইসরাইল কি আবারো হামলার পরিকল্পনা করছে! * বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের * ১১ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক * ‘ভারত বাংলাদেশের বন্ধু, এটা যারা বলে তাদের মানসিক সমস্যা’ * তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে বিশ্ববাসি * সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

৭টি দেশে শনিবার ঈদুল ফিতর

news-details

ফাইল ছবি


এবারের ঈদুল ফিতর সম্ভবত শুক্রবার কোনো দেশেই হচ্ছে না। সৌদি আরবসহ আরব দুনিয়ায় এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা হয়নি। তবে সাতটি দেশ ইতোমধ্যেই জানিয়েছে, শুক্রবার তাদের ঈদ হচ্ছে না। রোজা তারা ৩০টি পালন করে শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে। শনিবার ঈদের ঘোষণাকারী দেশগুলো হচ্ছে : অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।

খালিজ টাইমসের খবরে ১৩টি দেশের ২৫ জ্যোতির্বিদের উদ্ধৃতি জানিয়েছে, আজ বৃহস্পতিবার আরব ও ইসলামি অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর শুক্রবার হচ্ছে না।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না। তারা শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

ব্রুনাইও জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর হবে শনিবার।

ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা যায়নি। ফলে তারা শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে।

জাপানেও চাঁদ দেখা যায়নি।

মালয়েশিয়াও জানিয়েছে, তারা ঈদুল ফিতর উদযাপন করবে শনিবার। বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখা যায়নি।

সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মুসলিমরাও জানিয়েছে, তারা ঈদুল ফিতর পালন করবে শনিবার।

সূত্র : খালিজ টাইমস


এনএনবিডি, ঢাকা

মন্তব্য করুন