• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ৩০ ব্যাংকের এমডির আমেরিকা সফর, লাভ-ক্ষতির হিসেবে কি মিলবে! * কিরগিজস্তানে দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ * আমাদেরকে সাংবিধানিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে : গোলাম পরওয়ার * বিশ্বের কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক তথ্য নিয়ে এত লুকোচুরি করে না : সিপিডি * ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন : সাঈদ খোকন * ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলাকারীর ৩০ বছর কারাদণ্ড * দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু * কবর দেয়ার ৪ দিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার! * শিল্পী সমিতির সদস্যপদ বাতিল হতে পারে নিপুণের * ‘জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন’

৭টি দেশে শনিবার ঈদুল ফিতর

news-details

ফাইল ছবি


এবারের ঈদুল ফিতর সম্ভবত শুক্রবার কোনো দেশেই হচ্ছে না। সৌদি আরবসহ আরব দুনিয়ায় এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা হয়নি। তবে সাতটি দেশ ইতোমধ্যেই জানিয়েছে, শুক্রবার তাদের ঈদ হচ্ছে না। রোজা তারা ৩০টি পালন করে শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে। শনিবার ঈদের ঘোষণাকারী দেশগুলো হচ্ছে : অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।

খালিজ টাইমসের খবরে ১৩টি দেশের ২৫ জ্যোতির্বিদের উদ্ধৃতি জানিয়েছে, আজ বৃহস্পতিবার আরব ও ইসলামি অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর শুক্রবার হচ্ছে না।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না। তারা শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

ব্রুনাইও জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর হবে শনিবার।

ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা যায়নি। ফলে তারা শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে।

জাপানেও চাঁদ দেখা যায়নি।

মালয়েশিয়াও জানিয়েছে, তারা ঈদুল ফিতর উদযাপন করবে শনিবার। বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখা যায়নি।

সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মুসলিমরাও জানিয়েছে, তারা ঈদুল ফিতর পালন করবে শনিবার।

সূত্র : খালিজ টাইমস


এনএনবিডি, ঢাকা

মন্তব্য করুন