• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক * এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত * একাদশে ভর্তিতে আবেদন ১০ লাখ ৭৭ হাজার * ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া * পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ:স্বরাষ্ট্র উপদেষ্টা * মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর * চাকরিজীবী পুরুষদের তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা * শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব * ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি * ইবিতে অভ্যুত্থানবিরোধী ১৯ জন শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

তির্যক মন্তব্য সারজিসের

news-details

সংগৃহীত


চলমান ইস্যুতে ফেসবুকে এনসিপির মুখ্য সংগঠন ও সাবেক বৈষম্যবিরোধী নেতা সারজিস আলমের একটি পোস্ট ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টটি মাত্র ঘণ্টা খানিকের মধ্যে ভাইরাল হয়। 

ফেসবুকের ওই পোস্টে তিনি হাইকোর্টের একটি রায়কে ইঙ্গিত করলেও মামলাটির বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি। 

তিনি লিখেছেন ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?

প্রসঙ্গত, আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোয় কোনো বাধা নেই । এমন রায় দেয়ার পর তিনি এই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হয়। তার পোস্টে সাইফুল্লাহ আল মাহিদ সরকার নামের একজন মন্তব্য করেছেন ‘অবৈধ নির্বাচনের বৈধ মেয়র’।

আবার আদালতের ভূমিকার সমালোচনা করে নুর মোহাম্মদ সুমন নামে একজন লিখেছেন ‘বরিশালের মুফতি ফয়জুল করিম সাহেবের সাথে বৈষম্য  করা হলো কেন?’

তবে অনেক সমর্থক ও নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে শুভকামনা জানিয়েছেন। 

সারজিস আলম এরপর  দ্বিতীয় আরেকটি পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়া মীলীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।

শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। 

অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?

প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না ! একটা খুনের বিচার হয় না! 

এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?


নিজস্ব প্রতিবেদক

মন্তব্য করুন