• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মোটা’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেফতার * পাকিস্তানের হামলার তীব্রতায় হতবাক ভারত যুদ্ধবিরতিতে রাজি হয় * বন্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সকল অনলাইন কার্যক্রম * নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় এখন এনসিপির দলীয় অফিস! * শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকাল * ডি-লিট ডিগ্রি পাচ্ছেন ড. মোহাম্মাদ ইউনূস * আ. লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে: নাহিদ ইসলাম * ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন * লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দরে যান সাবেক রাষ্ট্রপতি হামিদ * ভারতের বিরুদ্ধে যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার হওয়ার শেষ দিন আজ

news-details

ছবি : সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ভোটারযোগ্যদের আজকের (বৃহস্পতিবার) মধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আর তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। আজ ভোটার এলাকা পরিবর্তন করার জন্যও আবেদন করা যাবে

এই বিষয় ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ পূর্ববর্তী বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আগের বছরের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি বা তার আগে ১৮ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ভোটার হতে পারেননি। তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তিনি এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেই জন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

এ দিকে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই মাঠ কর্মকর্তাদের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে হাত দিতে বলেছে কমিশন। সম্প্রতি এক নির্দেশনায় বলা হয়, ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ২ নভেম্বরের প্রস্তুত করা হবে।

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

উল্লেখ্য, নভেম্বরের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারি প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করার পরিকল্পনা রয়েছে ইসির।


এনএন বিডি, ঢাকা

মন্তব্য করুন