সংগৃহীত
বর্তমান সময়ের চাহিদানুসারে কারিগরি শিক্ষাকে বিশ্বমানের উন্নতি করার ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করতে হবে। কারিগরিশিক্ষার যে ধারা বহমান ছিল তা গত দেড় যুগে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে দুর্বৃত্তায়নের চক্রের শিকার হয়ে ফাঁদে পরে উন্নয়নের বদলে আরো পিছিয়ে গিয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান কারিগরি শিক্ষা পরিষদের মত বিনিময় কালে একথা বলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান জনাব রুহুল আমীনকে নবাগত শুভেচ্ছা ও ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের সম্মানীত সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সহসভাপতি মনোয়ার হোসেন, জেনারেল সেক্রেটারী অধ্যক্ষ আবু তাহের, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাহবুবুর রহমান, ইন্জিনিয়ার আলমগীর হোসেন মৈশাল, বিশিষ্ট শিক্ষাবিদ মো. বরকতুল্লাহসহ ঢাকা পলিটেকনিক এর উপাধ্যক্ষ শাহ আলম সহ প্রমূখ।
নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় কালে নেতৃবৃন্দ চলমান শিক্ষাসংকট উত্তরনের জন্য বিভিন্ন দাবী পেশ করেন। নেতৃবৃন্দ বলেন যে দেশে কারিগরি শিক্ষার উন্নয়ন নাই সেখানে দেশের উন্নয়ন আশা করা বৃথা। এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হায়। বৈঠক শেষে নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এনএনবিডি ডেস্ক:
মন্তব্য করুন