• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* আবাসন ভাতা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ * ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন * 'জুলাই সনদ' বিএনপি ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে :সালাহউদ্দিন আহমদ

সাংবাদিকরা কারো কাছে মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী

news-details

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা হবে পুরোটাই সত্য, আংশিক সত্য হয় না। সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। সেটা কোনো গল্প হতে পারে। ফ্যাসিবাদের দোসর পালিয়ে গেছে, এখন সাংবাদিকরা আর কারো কাছে মাথা নত করবে না।স্বাধীনভাবে কাজ করবে।’

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

কাদের গনি চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি।

যেসব অপকর্ম হয়েছে, খুন হয়েছে, মামলার ভয়ে এসব সত্য লিখতে পারেননি সাংবাদিকরা। ফলে ফ্যাসিবাদের আমলে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে শুদ্ধ সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখব।

আমরা কোনো অসত্যের কাছে মাথা নত করব না। এভাবে আমরা সাংবাদিকতার মতো মহান পেশাকে এগিয়ে নিয়ে যাব।’ 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক শামসুল হক হায়দারী, দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির সদস্যসচিব মিয়া মোহাম্মদ আরিফ, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ প্রমুখ।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন