হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের ডাকা দুই দিনব্যাপী হরতালের সমর্থনে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করতে রোববার এ কর্মসূচি পালন করেন ওই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
হরতাল কর্মসূচি পালনকালে শিবির নেতারা বলেন, মিথ্যা ভিত্তির ওপর দাঁড়িয়ে অবৈধ আওয়ামী সরকার ক্ষমতা ধরে রাখতে চাইছে। একইভাবে তারা জনতার গণআন্দোলনের জোয়ারকে রুখতে চাইছে। জনগণের সামনে দাঁড়ানোর সাহস তাদের নেই। তাই আইজনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপব্যবহার করে গ্রেপ্তার নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার বানিয়েছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু এসব অপশাসনের পরিণতি কোনোকালেই ভালো হয়নি এবং অবৈধ সরকারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
ফ্যাসিবাদি সরকারের সময় ফুরিয়ে এসেছে জানিয়ে নেতারা আরও বলেন, প্রতিটি অপকর্মের হিসাব কড়ায়-গন্ডায় আদায় করবে জনগণ। যত অপচেষ্টাই করা হোক না কেনো, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধ ক্ষমতার মসনদ থেকে অবৈধ সরকারকে বিদায় করবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, হরতাল সফল করতে মিছিল ও সমাবেশ করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ, রাজশাহী মহানগর, দিনাজপুর শহর, চাঁপাইনবাবগঞ্জ শহর, সাতক্ষীরা শহর, সিলেট জেলা পূর্ব ও কক্সবাজার জেলা শাখাসহ বিভিন্ন শাখা।
এনএনবিডি, ডেস্ক:
মন্তব্য করুন