• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক * এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত * একাদশে ভর্তিতে আবেদন ১০ লাখ ৭৭ হাজার * ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া * পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ:স্বরাষ্ট্র উপদেষ্টা * মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর * চাকরিজীবী পুরুষদের তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা * শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব * ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি * ইবিতে অভ্যুত্থানবিরোধী ১৯ জন শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

সিলেটের নতুন ডিসি প্রশাসনের আলোচিত উপসচিব সারওয়ার আলম

news-details

ছবি: সংগৃহীত


সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম।

উপসচিব পদমর্যাদার কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব  হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার সিলেটের ডিসি নিয়োগ সারওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সারওয়ার আলম বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের ক্যাডার। তিনি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালে তাকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

তিনি অন্তত তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন।  

২০২০ সালের ৯ নভেম্বর সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। 

তিনবার পদবঞ্চিত হওয়ার পর গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি।

এর আগে সারওয়ার আলম বঞ্চিত হলে নিজের ক্ষোভ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে অসদাচরণ হিসেবে গণ্য করে আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’-এর শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন