• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক * এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত * একাদশে ভর্তিতে আবেদন ১০ লাখ ৭৭ হাজার * ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া * পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ:স্বরাষ্ট্র উপদেষ্টা * মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর * চাকরিজীবী পুরুষদের তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা * শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব * ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি * ইবিতে অভ্যুত্থানবিরোধী ১৯ জন শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম

news-details

সংগৃহীত


জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হাসপাতাল থেকেই নিজের শারীরিক অবস্থা জানিয়েছেন। গতকাল বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে হেলিকপ্টারে তোলার অবস্থা ছিল না। ফলে চিকিৎসা চলছে বিকেএসপির কাছেই গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে।

সেই হাসপাতাল থেকে আজ নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম যা লিখেছেন এখানে সেটিই হুবহু তুলে ধরা হলো—

দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বারবার ভুলে যাই।

গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন