• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* যে কৌশলে ভারত-পাকিস্তান যুদ্ধ থামালেন ট্রাম্প * পাইলটের সাহস না থাকলে রাফাল দিয়ে কিছু হবে না : পাকিস্তান * মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলা, ২২ শিক্ষার্থী ও শিক্ষক নিহত * পরমাণু সংলাপ চলাকালেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা * সীমান্তে সেনা উপস্থিতি কমাতে সম্মত ভারত-পাকিস্তান * লিবিয়ায় ব্যাপক গোলাগুলি, বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ * বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী নরেন্দ্র মোদি : পাকিস্তান * এনবিআর দুভাগ করে অধ্যাদেশ জারি * আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর নিবন্ধনও স্থগিত * গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আরও ৩৯ ফিলিস্তিনি

২৮ জানুয়ারি থেকে মালায়েশিয়ায় কর্মী নিয়োগে অনলাইনে আবেদন

news

নাম - ছবি : সংগ্রহীত


আাগামী ২৮ জানুয়ারী থেকে মালায়েশিয়ায় কর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুর হবে। প্ল্যান্টেশন খাতে এদিন থেকে আবেদন করতে হবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

আজ শনিবার দেশটির মানবসম্পদমন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২ হাজার বিদেশি শ্রমিক আনার জন্য বিশেষ অনুমোদন দিয়েছে সরকার।

বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তারা www.fwcms.com.my ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়। এর আগে গত ১০ জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করতে নিষেধ করেছেন মানবসম্পদমন্ত্রী।

গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়াও কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়। এসময় মানবসম্পদমন্ত্রী, নিয়োগকর্তাদের সরকার থেকে নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলার বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, এসওপি চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা- প্রি-রিলিজ, আগমনের পর, আগমনের পরে (সংগনিরোধ) এবং পোস্ট-কোয়ারান্টিন।

সব বিদেশি কর্মীকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যার মধ্যে তাদের কোভিড-১৯ এর জন্য দুবার স্ক্রিন করা হবে এবং নিয়োগকর্তাদের খরচ বহন করতে হবে।

এছাড়া বর্তমানে সব কোয়ারেন্টাইন কেন্দ্র, পাশাপাশি কোয়ারেন্টাইনের নির্ধারিত হোটেলগুলো ক্লাং উপত্যকায় এবং তারা একবারে ১০ হাজার লোককে সেবা দিতে প্রস্তুত।

এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন