• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর * নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু * শেওড়াপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান * পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা * আ.লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি * আরও ৭৮ জনকে সুন্দরবনের চরে ফেলে গেলো বিএসএফ * পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন * আমার অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা কেন ব্যবহার করবো না: ড. ইউনূস * আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ সব দলের সিদ্ধান্তে হয়েছে: প্রেস সচিব * দাবি আদায়ে অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ

১ মাস পর ক্লাস শুরু করলেন ইবির সেই ছাত্রী

news-details

ছবি: নিজস্ব


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার হওয়া ফুলপরি ক্লাস শুরু করেছেন। দীর্ঘ এক মাস পর সোমবার (১৩ মার্চ) ক্লাস শুরু করেন ভুক্তভোগী। 

ভুক্তভোগী ফুলপরি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিনের ক্লাসের মতো অনুভূতি পাচ্ছি। যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম। তবে এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে।

এদিকে গত ৪ মার্চ উচ্চ আদালত থেকে পছন্দের হল বরাদ্দের নির্দেশের পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দের জন্য আবেদন করেন ফুলপরী। এরপর গত রবিবার ফুলপরী তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পছন্দের হলে উঠেন। 

এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তার সহকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয় ফুলপরি। এর ফলে নির্যাতনের ঘটনার বর্ণনা, তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জমা ও হাইকোর্টে রিট হওয়ার ঘটনায় ছুটোছুটি করতে হয় ভুক্তভোগীকে। যার কারণে দীর্ঘ ১ মাস ক্লাসে বসতে পারেনি ফুলপরী। এরপর সোমবার (১৩ মার্চ) সে ক্লাস শুরু করেছেন বলে জানা গেছে।


নিজস্ব প্রতিনিধি:

মন্তব্য করুন