• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ভুটানকে ৩ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ * সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে * যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান * হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে * ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের আলটিমেটাম * রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল

সিলেটের নাজমা যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র

news-details

ছবি: সংগৃহীত


সিলেটের নাজমা রহমান যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। আগামী একবছর তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। 

নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। 

গতবছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান। 

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন