• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে * ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের আলটিমেটাম * রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস

বিয়ের আসরে গুলি ছুড়ল নববধূ, খুঁজছে পুলিশ

news-details

ছবি : সংগৃহীত


বিয়ের আসরে গুলি ছুড়ে বিয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন এক নববধূ। তাকে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে পুলিশ । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এই ঘটনার একটি ভিডিও ।

বিবিসি জানায়, নিজের বিয়ের অনুষ্ঠানে বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করেন ওই তরুণী। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে। ঘটনার পর থেকেই নারীটি পলাতক রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিয়ের কনে তার স্বামীর পাশে বসে আকাশের দিকে ৪ রাউন্ড গুলি ছোড়েন। পাশে বসে সেই উদযাপন উপভোগ করছেন বরও। 

ভারতের উত্তরাঞ্চলের কিছু রাজ্যে বিয়ের অনুষ্ঠানে গুলি ছুড়ে উদযাপন করার রেওয়াজ রয়েছে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের আইন অনুযায়ী, কেউ যদি ‘বেপরোয়া হয়ে বা অসতর্কতার সঙ্গে গুলিবর্ষণের মাধ্যমে উদযাপন করে অন্যদের বিপদে ফেলেন’, তাহলে তার বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তিই প্রযোজ্য হবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কনের ভিডিওটি তারই এক আত্মীয় ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

পুলিশের বরাতে খবরে বলা হয়, অভিযুক্ত ওই নারী গ্রেফতার হওয়ার ভয়ে পলাতক রয়েছেন।


আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন