• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস * জনগণ খুনিদের অবিলম্বে শাস্তি দেখতে চায়: ডা.শফিকুর রহমান * মোটা’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেফতার * পাকিস্তানের হামলার তীব্রতায় হতবাক ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়

বিকা'র ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

news-details

ছবি:সংগৃহীত


বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন (বিকা-র) উদ্যোগে এবং সুইস গ্লোবাল এর সার্বিক সহযোগিতায় শনিবার (৮ জুলাই) বিকালে রাজধানীর তাজওয়ার সেন্টারে বিকা'র পরিচালক ও অনুষ্ঠান  কনভেনার সুমন দেবনাথের সভাপতিত্বে এবং সহসভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলামের সঞ্চালনায় ঈদ পূনর্মিলনী ও গেটটুগেদার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন(বিকা)-র সভাপতি মোহাম্মদ আলী ভূইয়া এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিকার সিনিয়র সহ সভাপতি এস এম রেজাউল হক, সহ সভাপতি মোঃ রাজিব মিয়া, সহ সভাপতি মোঃ রাশেদুল হক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ফয়জুন্নুর আখন রাসেল, যুগ্ম সম্পাদক  ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ আহমেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (ইমন), সাংগাঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সজিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ ফজলুল হক, অফিস সম্পাদক সাইদুল ইসলাম, পরিচালক মোঃ মুরাদ হোসেন, পরিচালক মোস্তাফিজুর রহমান শাওন, পরিচালক ইঞ্জিনিয়ার হাসনা আরা, পরিচালক আবু সালেহ। এছাড়াও এসোসিয়েশনের সদস্য বৃন্দ ও বাংলাদেশের বিভিন্ন ইন্টেরিয়র কোম্পানির মালিকবৃন্দ  উপস্থিত ছিলেন।


এনএনবিডি, ডেস্ক:

মন্তব্য করুন