• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিলো * আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত: ফখরুল * আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি * ভুটানকে ৩ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ * সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে * যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান * হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে * ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের আলটিমেটাম * রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ

ফলাফল মেনে নিয়েছেন আজমত উল্লা খান

news-details

ফাইল ছবি


গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফলাফল মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে।’

শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আজমত উল্লাহ খান বলেন, ‘কিছু ত্রুটি ছিলো ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। তারপরও আমি রায় মেনে নিয়েছি।’ তবে অন্য কেউ পরাজিত হলে রায় কি মেনে নিতো কি না-সেই প্রশ্নও রেখেছেন তিনি। আজমত উল্লাহ বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের জন্য কি কি কারণ ছিলো তা জানানো হবে।

উল্লেখ্য, বৃহত্তম গাজীপুর সিটির মেয়র নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয় ঘরে তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। টেবিলঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।


এনএনবিডি ঢাকা :

মন্তব্য করুন