টুইটার দিবে ১ ঘন্টার ভিডিও শেয়ারের সুযোগ
ইলন মাস্কের হাতে টুইটার যাওয়ার পর একের পর এক পরিবর্তন আসছে। যেন ঢেলে সাজাচ্ছেন নিজের মনের মতো করে।
এবার ১ ঘন্টার ভিডিও শেয়ারের সুযোগ দিচ্ছে সামাজিক হ্যান্ডেল মাধ্যমটি। তবে এ সুযোগ পাবেন কেবল টুইটারের ব্লু ব্যবহারকারীরা।
তারা সবোর্চ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যর ভিডিও শেয়ার করতে পারবেন নিজেদের টুইটার অ্যাকাউন্টে। ১০৮০ পিক্সেল রেজল্যুশন ও সর্বোচ্চ ২ জিবি আকারের ফাইল হতে হবে।
এর আগে টুইটার ব্লু ব্যবহারকারীরা ১০ মিনিট এবং ৫১২ এমবি সাইজের ভিডিও শেয়ার করতে পারতেন।
এখন সর্বোচ্চ ১ ঘণ্টার একটি ভিডিও একবারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এর জন্য টুইটারে ব্লু ব্যাজ পেতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই নতুন সুবিধা পাচ্ছেন না।
অন্যদিকে যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতোই ৪ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও আপলোডের সুবিধা পাবেন।
টুইটার বলছে, ভিডিও নির্মাতাদের জন্য বিশেষভাবে এটি সাহায্য করবে। প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টুইটার আরও বেশি আকর্ষণীয় করতে কাজ চলছে। বিশেষ করে ভিডিও নির্মাতাদের জন্য। সেই কথাই রাখলেন এবার ইলন মাস্ক।
এনএনবিডি, ডেস্ক:
মন্তব্য করুন