ছবি-সংগৃহীত
টাকা থাকলে দুনিয়া ঘোরানো যায় বলে মন্তব্য করেছেন শার্ক ট্যাঙ্কখ্যাত ভারত পে-এর প্রতিষ্ঠাতা অশনির গ্রোভর। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সফটএক্সপো ২০২৩-এর এক কনফারেন্সে এ কথা বলেন তিনি।
অশনির বলেন, মুরুব্বিরা বলেন, টাকা ভালো জিনিস নয়। এটি সত্য নয়। আসলে টাকা ছাড়া কিছুই হয় না। টাকা থাকলে দুনিয়া ঘোরানো যায়।
এ সময় ব্যবসা চালানোর জন্য কলিজা লাগে উল্লেখ করে তিনি আরও বলেন, একটা স্টার্টআপ মানে একটা সন্তান প্রসব করা। সন্তান প্রসবে যেমন ১০ মাসের কষ্ট আছে, তেমনি প্রসেস রয়েছে একটা স্টার্টআপেও।
এ ছাড়া স্টার্টআপকে ফ্যাশন হিসেবে না নিতে তিনি তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দেন। তিনি বলেন, ফ্যাশন আসে আবার চলে যায়।
উদ্যেক্তাদের মধ্যে কী গুণ থাকা উচিত–টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার আগে জিদ। আমি তার চোখে কিছু করার জিদটা দেখি। সে কতটা কনফিডেন্ট কার স্টার্টআপ নিয়ে।’ এ ছাড়া প্রতিভা ছাড়া উদ্যোক্তারা অচল বলেও উল্লেখ করেন তিনি।
কো-ফাউন্ডার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘তুমি কি জানো না এবং তুমি জানো–তা তোমার আগে জানতে হবে। যেমন, আইটি সম্পর্কে আমার জ্ঞান কম, আমি কোডিং কি জানি না। তাই আমি যদি আমার কো-ফাউন্ডারের কথা চিন্তা করি, তবে এমন কাউকেই আমি নেব, যে আইচি কিংবা কোডিং ভালো জানেন।’
আয়মান সাদিকের আরেক প্রশ্নের জবাবে অশনির গ্রোভর বলেন, ‘সাবস্ক্রাইবার কিনার জিনিস না, এটা অর্জনের জিনিস। এক মিলিয়ন সাবস্ক্রাইবার সমৃদ্ধ চ্যানেল আমি এক পয়সা দিয়েও কিনব না।’
এদিকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করার তাগিদ দিয়েছেন।
এনএনবিডি, ডেস্ক:
মন্তব্য করুন