ছবি: সংগৃহীত
সম্প্রতি চাকরিচ্যুত হয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেন।
মানবিক পুলিশ উপাধি পাওয়া এই পুলিশ কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়েছে বলা হলেও তিনি জানিয়েছেন তিনি নিজ থেকে অব্যাহতি চেয়েছেন।
মানবিক কাজের জন্য দায়িত্বে ঠিক মতো সময় দিতে না পারায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া নিজের ফেসবুক পেইজ- মানবিক শওকত জানান, ‘কখনো ভালো কিছুর জন্য ত্যাগ স্বীকার করতে হয়৷’ তাই সেচ্ছায় নিজেকে সরিয়ে নিলাম ৷ ইনশাআল্লাহ মানবতার কল্যানে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো শওকত‘।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত কোনও একটি হাসপাতালও নেই বেওয়ারিশ মানুষের চিকিৎসার জন্য। সরকারী হাসপাতাল গুলোতেও তাদের খুব বেশি চিকিৎসা হয়না। সরকারী হাসপাতালগুলোতে বেওয়ারিশ মানুষদের মেডিকেল টেস্টগুলো যাতে ফ্রি হয়ে যায় সে দাবি জানান তিনি। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঔষধ এনে দেওয়া, খাবার খাওয়ানোর মতো মানুষ নাই। তাদের যাতে কেউ অভিভাবক থাকে এবং এসকল বিষয় দেখাশোনা করার জন্যই আমাদের পথচলা।
তিনি বলেন, আমাদের পথচলাটা অনেক দীর্ঘ। এখন অনেক ব্যাপ্তি হয়েছে। এখন অনেক মানুষ কাজ করে এবং এই মানুষের কাজটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। আন্তর্জাতিকভাবে মানুষ আমাদেরকে মানবিক হিসেবে জানুক এটাই চাই। বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে যেন অন্যান্য দেশ শনাক্ত করে সেটাই চাই।
বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি নিজেকে বাংলাদেশ পুলিশের খুবেই গর্বিত সদস্য মনে করি। পুলিশ বাহিনীর মতো সুসৃঙ্খল বাহিনীতে কাজ করেছি দীর্ঘ ১৮ বছর। ১৮ বছরের জীবনে বাংলাদেশ পুলিশ থেকে অনেক কিছু পেয়েছি এজন্য আজীবন কৃতজ্ঞ। যতদিন বেচে থাকব বাংলাদেশ পুলিশকে শ্রদ্ধার জায়গা থেকে আমি স্মরণ করব। বাংলাদেশ পুলিশের কল্যাণেই আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছি।
এনএনবিডি ডেস্ক :
মন্তব্য করুন