ছবি: সংগৃহীত
তেজগাঁও উত্তর থানা জামায়াতের উদ্যোগে নাখালপাড়া এলাকায় এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত মনোনীত ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব আতাউর রহমান সরকার। এতে সভাপতিত্ব করেন থানা আমীর ও ২৫নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ আহসান উল্লাহ্।
সাইফুল আলম খান মিলন চ্যানেল আই মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন ও উপস্থিত মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন।
মাগরিব শেষে একটি গণসংযোগ নাবিস্কো মোড় থেকে শুরু হয়ে পূর্ব নাখালপাড়া হয়ে নাখালপাড়া বাজারে গিয়ে একটি পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় স্থানীয় নাখালপাড়া বাজার ব্যাবসায়ীদের পক্ষ থেকে মেহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফ, থানা কর্ম পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন রকি, সোলাইমান হোসেন, শুরা সদস্য রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মাস্টার নজরুল ইসলাম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম, মাওঃ নূর উদ্দিন, শ্রমিক নেতা খন্দকার শফিক, বাবর আলী, জামায়াত নেতা কামরুল হুদা শামীম, ফারুক হোসেন, ওমর ফারুক, জাহিদ হাসান, আবু সাইদ, আব্দুর রহমান, মাওঃ ওবায়দুল হক, মাওঃ ইসহাক, পারভেজ, ফারুক হোসেন, রাশেদুল ইসলাম, মোক্তার হোসেন, আল আমিন, আব্দুল কাইয়ুম, নাজিম উদ্দীন ও অন্যান্য।
এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোড়ন লক্ষ্য করা যায়।
প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন