• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার * নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী * হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক * শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম * ফ্যাসিবাদী কাঠামো এখনও ভাঙা হয়নি: শিবির সভাপতি * রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন: আইন উপদেষ্টা * ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি : ড. মাসুদ * আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: মিয়া গোলাম পরওয়ার * পুতিনকে মেলানিয়ার চিঠি, পৌঁছে দিলেন ট্রাম্প * ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

ফেনী সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

news-details

ছবি: সংগৃহীত


ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরও একজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতার ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসপদুয়া সীমান্ত চোরাকারবারিপ্রবণ এলাকা। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন