• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার * নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী * হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক * শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম * ফ্যাসিবাদী কাঠামো এখনও ভাঙা হয়নি: শিবির সভাপতি * রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন: আইন উপদেষ্টা * ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি : ড. মাসুদ * আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: মিয়া গোলাম পরওয়ার * পুতিনকে মেলানিয়ার চিঠি, পৌঁছে দিলেন ট্রাম্প * ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

কুটি, খাড়েরা ও বাদৈর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী

তরুণ প্রজন্ম গত ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক তা চায়না: আতাউর

news-details

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও দলটির ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, এদেশের তরুণ প্রজন্ম ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক সেটা চায়না। তারা চায় নতুন বন্দোবস্ত। যার মাধ্যমে দেশের সর্বক্ষেত্রে ন্যায়-ইনসাফের শাসন ব্যবস্থা কায়েম হবে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত কসবা উপজেলার কুটি, বাদের ও খাড়েরা ইউনিয়নে স্থানীয় সংগঠন আয়োজিত পৃথক ৩টি ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুটি ইউপি জামায়াতের আমীর হেলাল উদ্দিন, বাদের ইউনিয়ন সভাপতি এমদাদুল হক ও খাড়েরা ইউনিয়ন আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী ইয়াকুব আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কদমতলী থানা আমীর মো. মহিউদ্দিন, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক আমীর মুজিবুর রহমান মাষ্টার, নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, বক্তব্য রাখেন ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সেক্রেটারি জাবের শরীফ, সাবেক অফিস সম্পাদক আরিফুল ইসলাম ও আমীর হোসাইন, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ ও তুহিন রেজা প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ইনসাফের প্রতিক দাড়িপাল্লার পক্ষে হোক সেটাই আমাদের কামনা।জামায়াতে ইসলামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঈদ পুনর্মিলনী শেষে কুটি বাজার, খাড়েরা বাজারে গণসংযোগ করেন আতাউর রহমান সরকার। 


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন