• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাঈদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল : আব্দুল হালিম * মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ * সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে * শনিবার রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি * রাশিয়ার আলাস্কা যুক্তরাষ্ট্রের হলো কীভাবে * ৭ কলেজের সব কাগজপত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর * বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস * শেখ মুজিব জাতির জনক নন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ: নাহিদ * ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রেস সচিব শফিকুল আলম * মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

একই রশিতে গাছে ঝুলছিল মা ও ছেলের লাশ!

news-details

সংগৃহীত


ঝালকাঠির নলছিটি উপজেলায় একই রশিতে গাছে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম ( ৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয় কয়েকজনের দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে বাড়ির পাশের একটি গাছে  ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, ‘এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।’

স্থানীয় একটি সূত্র বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি ছেড়ে অজানা কোনো স্থানে চলে যায়। ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। তারাই মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন