• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস * জনগণ খুনিদের অবিলম্বে শাস্তি দেখতে চায়: ডা.শফিকুর রহমান * মোটা’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেফতার * পাকিস্তানের হামলার তীব্রতায় হতবাক ভারত যুদ্ধবিরতিতে রাজি হয় * বন্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সকল অনলাইন কার্যক্রম

সিলেটে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

news-details

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ ও একজনকে আটক করা হয়। ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (জৈন্তাপুর ও কানাইঘাট সার্কেল) অলক শর্মা ও জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ইউসুফ আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানা পুলিশ।

সিলেটসহ বিভিন্ন স্থানে মোবাইলের দোকানে বিক্রির জন্য এগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করা হয়। একটি প্রাইভেটকার জব্দ ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এনএন বিডি, ঢাকা

মন্তব্য করুন