ছবি : সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ ও একজনকে আটক করা হয়। ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (জৈন্তাপুর ও কানাইঘাট সার্কেল) অলক শর্মা ও জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ইউসুফ আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানা পুলিশ।
সিলেটসহ বিভিন্ন স্থানে মোবাইলের দোকানে বিক্রির জন্য এগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করা হয়। একটি প্রাইভেটকার জব্দ ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনএন বিডি, ঢাকা
মন্তব্য করুন