• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাঈদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল : আব্দুল হালিম * মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ * সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে * শনিবার রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি * রাশিয়ার আলাস্কা যুক্তরাষ্ট্রের হলো কীভাবে * ৭ কলেজের সব কাগজপত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর * বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস * শেখ মুজিব জাতির জনক নন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ: নাহিদ * ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রেস সচিব শফিকুল আলম * মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াতের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

news-details

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দলটির মোহাম্মদপুর পশ্চিম থানা শাখার উদ্যোগে এক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মিছিলটি মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিয়া মসজিদ মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মো. মোবারক হোসাইন।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর মো. মাসুদুজ্জামান এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. রবিউল ইসলাম রুবেল।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য- মো. ডা. শফিউর রহমান, মো. আব্দুল ওয়াজেদ কিরন, অ্যাডভোকেট আজহার মুন্সি, মোহাম্মদপুর পূর্ব থানা আমীর  মশিউর রহমান ও মোহাম্মদপুর মধ্য থানা আমীর মো. মশিউর রহমান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে ৭ দফা ন্যায্য দাবির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে এবং ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গঠনের আন্দোলন আরও বেগবান হবে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন