ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আস0নের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, গত ৫৪ বছর স্বাধীন রাষ্ট্রটি কার্যত পরাধীন ছিলো। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে শাসক দলগুলির নতজানু নীতি এবং ব্যর্থ নেতৃত্ব দায়ী।
আজ শুক্রবার কসবা উপজেলার কুটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান সরকার বলেন, জামায়াতের ইসলামীর হাত ধরে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। অমুসলিমরা শান্তিতে বসবাস করতে পারবে,নারীদের অধিকার নিশ্চিত হবে। তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় সমর্থন দিতে সকলের প্রতি আহ্বান জানান।
ওয়ার্ড সভাপতি খাজা আহমেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাসনাত জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের সাবেক আমীর দ্বীন ইসলাম ভুইয়া, উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, প্রচার সম্পাদক কবির আহমেদ,ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন