• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুন * আবাসন ভাতা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ * ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন

ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা

news-details

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিব হোসেন। পরে তাকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে।

রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাকিব বিশ্ববিদ্যালয়ের ‘ঠিকাদারির জামানতের টাকা’ নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর কালবেলাকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন