• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* আ’লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না আন্দোলনকারীরা * ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই : পাকিস্তান * চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা * ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান * ভারতের হামলা প্রতিরোধে অংশ নেয় পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান * আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ * নারায়ণগঞ্জে আইভীকে গ্রেফতার: পুলিশের গাড়িবহরে হামলা * পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র * পাকিস্তান সুপার লিগ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত পিসিবি'র * আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ঘোষণা

মারা গেছে সুন্নতে খাতনা করাতে আসা আয়ান

news-details

ছবি: সংগৃহীত


রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালে সুন্নতে খাতনা (মুসলমানি) করাতে এসে মারা গেল শিশু আয়ান। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল সে। রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় আয়ানের পারিবারিক সূত্রে এ কথা জানা যায়।

শিশু আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, ‘এখনো হাসপাতাল থেকে কোনো কিছু ঠিকভাবে জানায়নি। শুধু জানিয়েছে, সে মারা গেছে।’

এর আগে, রোববার (৩১ ডিসেম্বর) সুন্নতে খাতনা করাতে শিশু আয়ানকে হাসপাতালটিতে নিয়ে যান শামীম আহমেদ। সেখানে তাকে অস্ত্রোপচার আগে চেতনা নাশক ওষুধ (অ্যানেসথেসিয়া) দেয়া হয়। এরপর আর তার জ্ঞান ফেরেনি।

আয়ানের চাচা জামিল খান বলেছিলেন, ‘রোববার সকালে আমরা আয়ানের সুন্নতে খাতনা (মুসলমানি) করার জন্য হাসপাতালে নিয়ে আসি। কিন্তু বাচ্চার শরীরে এত পরিমাণ চেতনানাশক ওষুধ (অ্যানেসথেসিয়া) দেয়া হয়েছে যার কারণে এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।’

তিনি জানিয়েছিলেন, ‘সুন্নতে খাতনা করার দুই ঘণ্টা পরও যখন জ্ঞান ফিরছিল না তখন আয়ানের বাবা ভেতরে গিয়ে দেখেন তাকে সিপিআর দেয়া হচ্ছে। বুকের দুই পাশ ফুটো করা। তখনই আমরা বুঝতে পারি ভুল কিছু একটা হয়েছে। পরে সেখান থেকে তাদেরই আরেক শাখায় নিজস্ব ব্যবস্থাপনায় এনে পিআইসিইউতে ভর্তি করানো হয়।’

শিশুটির আগে থেকে শারীরিক কোনো সমস্যা ছিল কিনা জানতে চাইলে জামিল খান বলেন, তার কোনো শারীরিক সমস্যা ছিল না। সুন্নতে খাতনা করার ৫ মিনিট আগেও হাসাতালে খেলছিল।


এনএনবিডি, ডেস্ক:

মন্তব্য করুন