ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, ৫৪ বছর যারা সুন্দরভাবে দেশ চালাতে পারেনি তাদেরকে জনগণ এবার প্রত্যাখ্যান করবে। পুরাতন বন্দোবস্ত দিয়ে দেশ চলবেনা। জামায়াতের নেতৃত্বে নতুন বন্দোবস্ত মানুষের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এবং সন্ধ্যা ৬টায় মনকাশাইর বাজারে পৃথক দুটি ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপিনাথপুর ইউনিয়ন আমীর গোলাম মুর্তজা ও মেহারী ইউনিয়ন আমীর শরিফুল ইসলামের সভাপতিত্বে পৃথক দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা পৌর আমীর হারুন অর রশিদ, বক্তব্য রাখেন কসবা পৌর সেক্রেটারি মিজানুর রহমান, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সাবেক সভাপতি আমীর হোসাইন, খলিলুর রহমান, প্রবাসী জামায়াত নেতা শাহাদাৎ হোসেন ও গোলাম কিবরিয়া প্রমুখ।
আতাউর রহমান সরকার, কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান অবিলম্বে বন্ধ করা এবং তার সাথে স্থানীয় একটি দলের কিছু নেতা জড়িত অভিযোগ করে বলেন, তরুণদের ধ্বংসের ষড়যন্ত্রের সাথে জড়িতদের অবিলম্বে আটক করতে হবে।
আতাউর রহমান সরকার আকসিনা ঈদগাহ জামে মসজিদে জুমা নামাজ আদায় করেন, নামাজের পূর্বে মুসুল্লীদের সাথে মতবিনিময় করেন এবং বক্তব্য রাখেন।
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন