• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাঈদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল : আব্দুল হালিম * মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ * সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে * শনিবার রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি * রাশিয়ার আলাস্কা যুক্তরাষ্ট্রের হলো কীভাবে * ৭ কলেজের সব কাগজপত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর * বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস * শেখ মুজিব জাতির জনক নন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ: নাহিদ * ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রেস সচিব শফিকুল আলম * মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

মদ্যপ বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ, পতাকা বৈঠকে ফেরত

news-details

ছবি: সংগৃহীত


অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সিনিয়র কনস্টেবলকে আটকে রাখে স্থানীয় এলাকাবাসী। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি জানায়, বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুর বিওপির একটি টহলদল টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া নামকস্থান থেকে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি (৪৩) নামের এক বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পরে বিজিবি হেফাজতে নেন। বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়। এছাড়া পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বুধবার সকালে ৫৩ বিজিবির আওতাধীন জহুরপুর বিওপি এলাকা থেকে এক বিএসএফ সদস্যকে আটকে রাখে স্থানীয় এলাকাবাসী। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়। এই সময় তার কাছে তার ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদও পাওয়া যায় বলেও জানান তিনি।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন