ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের এ লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির বরিশাল বিভাগীয় রোডমার্চ সমাপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় শনিবার বিকেল ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব সরোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় রোডমার্চ প্রধান সমন্বয়কারী ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এই সরকার আগে ছিল ভোট চোর আর এখন ভোট ডাকাতির জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। সরকারপ্রধান আগে বলেছে, এত কষ্ট করে আমেরিকা যাওয়ার কী দরকার? আর এখন তিনি নিজেই আমেরিকা গেছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, সরকার পতন আন্দোলনের এক দফা দাবিতে বরিশাল বিভাগীয় বিএনপির রোডমার্চ সকাল ১০টায় পটুয়াখালীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। হাজার হাজার নেতাকর্মী সারিবদ্ধভাবে রোডমার্চে অংশ নেন। রোডমার্চটি পটুয়াখালী থেকে ৮০ কিলোমিটার পথ পার হয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
রোডমার্চটি যাত্রাপথে বরিশালের রূপাতলী, ঝালকাঠীর সাইটপাইক্যা ও রাজাপুরে পথসভা করে। সর্বশেষ বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনএনবিডি ডেস্ক:
মন্তব্য করুন