ছবি: সংগৃহীত
ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজুদ্দিন মফিজ মাষ্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি দেখতে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়।
জানা গেছে, সোমবার স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। লাশটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা জানা যায়নি। তবে আনুমানিক বয়স হবে ২০ থেকে ২৫ হবে।
এ বিষয়ে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, লাশটি উদ্ধার করে মির্জাকালু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
ভোলা প্রতিনিধি
মন্তব্য করুন