• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার * নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী * হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক * শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম * ফ্যাসিবাদী কাঠামো এখনও ভাঙা হয়নি: শিবির সভাপতি * রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন: আইন উপদেষ্টা * ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি : ড. মাসুদ * আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: মিয়া গোলাম পরওয়ার * পুতিনকে মেলানিয়ার চিঠি, পৌঁছে দিলেন ট্রাম্প * ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ার স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

news-details

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর সৈয়দ গোলাম সারওয়ারের স্মরণে তার কর্মজীবনের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১জুন) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা শহরস্থ ভাদুঘর আল হেরা কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য,  ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ও ব্রাহ্মণবাড়িয়া -২ আসন (সরাইল ও আশুগঞ্জ) এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. মোবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ গোলাম সারওয়ার ভাই ছিলেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও সাহসী নেতা। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে তিনি নিরলসভাবে সংগঠনের দায়িত্ব পালন করেছেন, বহুবার কারাবরণ করেছেন এবং রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেছেন। তাঁর অবদান জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।  

ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন,মরহুমের ছোট ভাই  ডা.আমিরুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা: নোমান মিয়া,  জেলা জামায়াতের  এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য প্রার্থী মো. জোনায়েদ হাসান, জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পি, ডা. এম,এ, হানিফ, মাওলানা খুরশিদ আলম, মো. রোকন উদ্দিন, ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. হাসান মাহমুদ প্রমুখ। 

উল্লেখ্য, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর হিসেবে সংগঠনকে নেতৃত্ব দেন। 


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন