ছবি: সংগৃহীত
বিগত ৫৪ বছর দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো অমুসলিমদের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।
তিনি বলেন, অমুসলিমদের ভোট আদায়ে তারা নানান কলাকৌশল করেছে। অথচ নির্বাচিত হওয়ার পর তাদের কর্মীরা অমুসলিমদের সম্পত্তি দখল, তাদেরকে নাগরিক অধিকারকে থেকে বঞ্চিত করেছে। তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় আসলে অমুসলিমরা নিরাপত্তার সাথে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৮টায় কসবা উপজেলার রাউৎহাট ঋষি পাড়ায় হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুখরিত ঋষির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শিবলী নোমানী, কসবা পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, বিনাউটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল হালিম, জামায়াত নেতা জামাল উদ্দিন প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, ৫৪ বছরে দেশ শাসনে যারা ইনসাফ কায়েম করতে পারেনি, জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা কোন মুখে ভোট চাইবে। সময় এসেছে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক আল্লাহভীরু নেতৃত্বকে সংসদে পাঠানোর। জামায়াত সেই ধরনের নেতৃত্ব তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করেছে।
অমুসলিমদেরকে সমৃদ্ধ কসবা-আখাউড়া গড়তে দাঁড়িপাল্লায় সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থী আতাউর রহমান সরকার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়, গোপিনাথপুর দারুস সুন্নাহ মাদ্রাসা, চাপিয়া কওমি মাদ্রাসায় মুহতামিম, প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা, কসবা উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাঈনুল ইসলাম, গোপিনাথপুর ইউনিয়ন সেক্রেটারি খলিলুর রহমান প্রমুখ।
রামপুরায় গণসংযোগ ও যুবকদের সাথে মতবিনিময়
সোমবার (৩০ জুন) বিকাল ৫.৩০টায় কসবা উপজেলা গোপিনাথপুর ইউনিয়নের রামপুর বাজার, খেলার মাঠে গণসংযোগ ও খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থী আতাউর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন আসনের সদস্য সচিব শিবলী নোমানী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, কসবা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম মুর্তজা, সেক্রেটারি খলিলুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন