ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সমর্থনে কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জামায়াতের উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও নির্বাচন বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও পাবনা-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুল গাফফার খান এবং সহকারী সেক্রেটারি এস এম সোহেল প্রমুখ।
বক্তারা ভোটারদের আকৃষ্ট করার জন্য ব্যক্তি ও সামাজিক যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ভোটের দিন ভোট প্রদানে তাদের সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।
সম্মেলনে পাবনা-১ আসনের প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্রের নির্বাচনী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
মন্তব্য করুন