• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাঈদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল : আব্দুল হালিম * মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ * সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে * শনিবার রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি * রাশিয়ার আলাস্কা যুক্তরাষ্ট্রের হলো কীভাবে * ৭ কলেজের সব কাগজপত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর * বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস * শেখ মুজিব জাতির জনক নন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ: নাহিদ * ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রেস সচিব শফিকুল আলম * মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

news-details

ছবি: সংগৃহীত


স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার বগুড়া জেলার বগুড়া পৌরসভার ২০ নাম্বর ওয়ার্ডে বুজরুগ বাড়ীয়া গ্রামে ফাউন্ডেশনের অস্হায়ী কার্যালয় সংলগ্ন মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ফিরোজ আহমেদের সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ মাছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, বগুড়া নেকটারের সাবেক পরিচালক মো. মাহমুদুর রহমান, বগুড়া শহর সমাজসেবা অফিসের সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম, বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মো. রুস্তম আলী, ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোছা. মালেকা বেগম, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মো. আব্দুস ছামাদসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সকল সামর্থ্যবান মানুষের কর্তব্য নিজ নিজ এলাকার দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদে সকলে যেন আনন্দের সাথে ঈদ উৎযাপন করতে পারে এ জন্য অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। 

এদিন প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন