ছবি : সংগৃহীত
নোয়াখালীর চাটখিল উপজেলায় বাগানের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রনি পালোয়ান (৩২)। আজ শনিবার সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার ফটিকবাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রনি পলোয়ান চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের পলোয়ানবাড়ির মৃত শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ দেখতে পান। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে রনির পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনএন বিডি, ঢাকা
মন্তব্য করুন