• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ * জুলাই ঘোষণাপত্র ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্তের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে * তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস * নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ * উত্তাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, সংহতি জানিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের অংশগ্রহণ * আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা * শাহবাগ ছেড়ে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে * শাহবাগ ব্লকেডের দ্বিতীয় দিনেও বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি * যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান * বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে

পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা

news-details

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার সর্বোচ্চ ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় মসজিদের ৮টি দান সিন্দুক খোলার পর এসব টাকা পাওয়া গেছে। এখন চলছে টাকা গণনার কাজ। মসজিদ মাদরাসার ১৩৮ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ১৯৮ জন মানুষ টাকা গণনার কাজ করছেন। এবার তিন মাস ১৩ দিন পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে। এর আগে সর্বশেষ গত ৬ই মে এসব দানসিন্দুক খোলা হয়েছিল। তখন ১৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। ১৯ বস্তা টাকা গণনা করে তখন এ যাবৎকালের সর্বোচ্চ পাঁচ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া গিয়েছিল। এবার ২৩ বস্তা টাকা হওয়ায় টাকার পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর উপস্থিতিতে পাগলা মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়।

এবার বড় বস্তায় ২৩ বস্তা টাকা হয়েছে। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। এবারও দান সিন্দুকে টাকা ছাড়াও স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। টাকা গণনার এই এলাহি কাণ্ড নিজ চোখে অবলোকন করতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষ মসজিদে ছুটে গেছেন।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন