• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস * জনগণ খুনিদের অবিলম্বে শাস্তি দেখতে চায়: ডা.শফিকুর রহমান * মোটা’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেফতার * পাকিস্তানের হামলার তীব্রতায় হতবাক ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়

সিলেটের মেয়রের বাসায় আগুন

news-details

ছবি-সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। কিন্তু এর আগেই আশপাশের লোকজনসহ অন্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আশার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। উদ্ধার ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন জানান, পুরুষরা নামাজে ছিলেন। আগুন দেখে বাসার কাজের লোকজন চিৎকার করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসেন।


এনএনবিডি ডেস্ক :

মন্তব্য করুন