• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ * উত্তাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, সংহতি জানিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের অংশগ্রহণ * আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা * শাহবাগ ছেড়ে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে * শাহবাগ ব্লকেডের দ্বিতীয় দিনেও বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি * যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান * বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে * আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েতে লাখো মানুষের সমাগম * সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক * আবদুল হামিদের দেশত্যাগের আগে এসবির নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা গ্রেফতার

news-details

ছবি : সংগৃহীত


জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত স্থানীয় ছাত্রলীগ নেতা শামীম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রাত ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামীম বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে। তিনি সাংবাদিক নাদিম হত্যা মামলার ৫ নম্বর আসামি গাজী ওমর আলীর ছোটো ভাই। এছাড়া সাধুপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ঘনিষ্ঠ বলে জানা গেছে।  

এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করা হলো। তবে এজাহারভুক্ত ১৭ আসামিই এখনো অধরা। 

শামীম গাজীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

তিনি বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় শামীম গাজী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বকশীগঞ্জ পুরাতন গোহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তিনি এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন দিনগত রাত ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনী। পরদিন ১৫ জুন বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

এর পরদিন ১৬ জুন সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ২২ জনের মধ্যে এখন পর্যন্ত পাঁচ আসামি গ্রেফতার হয়েছেন। এখনো এজাহারভুক্ত ১৭ আসামি ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্কে নাদিমের পরিবার।

 


জেলা সংবাদদাতা:

মন্তব্য করুন