ছবি-সংগৃহীত
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উক্ত তিন উপজেলায় উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন যৌথবাহিনীর সদস্যরা। এরই প্রেক্ষিতে পর্যটকদের জন্য ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই তিন উপজেলা পর্যটকদের জন্য নিষিদ্ধ থাকবে। তবে ওই তিন উপজেলা জেলা বাদে বান্দরবাওেনর বাকি ৫ উপজেলায় পর্যটকগণ ভ্রমণ করতে পারবেন।
একইসঙ্গে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কমান্ডার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান, বান্দরবান সেক্টরের বিজিবির সেক্টর কমান্ডারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এনএনবিডি, ডেস্ক:
মন্তব্য করুন