ছবি : সংগৃহীত
বরিশাল সদরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে বালুবোঝাই ট্রলির চালক ও সহকারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় ট্রলিতে থাকা আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল ইউনিক পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের দক্ষিণ স্টেশনের কর্মকর্তা মো. বাহাউদ্দিন।
নিহতরা হলেন—বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা কালাম হোসেনের ছেলে ট্রলিচালক এমদাদুল হক (৩২), একই এলাকার মো. সেন্টুর ছেলে চালকের সহকারী মো. নাদিম (১৮) এবং ওই এলাকার ফারুক হোসেনের ছেলে সিনবাদ (২৫)।
আহতরা হলেন—রহমতপুর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. হামিম হাওলাদার (৩৫)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাহাউদ্দিন বলেন, ‘দুপুরে বালুবাহী একটি ট্রলি কয়েকজন শ্রমিক নিয়ে বাবুগঞ্জের মানিককাঠির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গুনগুন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নাদিম মারা যান। আহত পাঁচ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পর এমদাদুল ও সিনবাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত বাকি তিন জন চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাসের কোনও যাত্রী আহত হননি। চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি আটক করা হয়েছে।’
এনএন বিডি ডেস্ক:
মন্তব্য করুন