ছবি:সংগৃহীত
বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে জেলা ও দায়রা জজ কোর্ট পুলিশ।
বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া কিশোরের নাম মো. আকিব (১৬), তিনি বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তার কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ।
তিনি বলেন, প্রতিদিনের মতো সবাইকে তল্লাশি করে আদালতের ভেতরে প্রবেশ করানো হয়। এসময় এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, কী কারণে সে আদালত চত্বরে অস্ত্র নিয়ে এসেছে তা এখনো জানতে পারিনি। ওই কিশোরকে বর্তমানে আদালতের গারদখানায় রাখা হয়েছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সংবাদদাতা
মন্তব্য করুন