• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস * জনগণ খুনিদের অবিলম্বে শাস্তি দেখতে চায়: ডা.শফিকুর রহমান * মোটা’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেফতার

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

news-details

ছবি : সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ঢাকা-বনপাড়া-নাটোর মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মুনির হোসেন জানান, শনিবার রাত দেড়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়েুমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। 

খবর পেয়ে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের নাটোর হাসপাতাল এবং বনপাড়া ও আহম্মেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। 

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মুনির হোসেন বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 


জেলা সংবাদদাতা:

মন্তব্য করুন