• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস * জনগণ খুনিদের অবিলম্বে শাস্তি দেখতে চায়: ডা.শফিকুর রহমান * মোটা’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেফতার

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ : দগ্ধ ৫, নিখোঁজ ৪

news-details

ছবি : সংগৃহিত


ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে শহরের পৌর সভার খেয়াঘাট এলাকার সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক।

গুরুতর দগ্ধ দু'জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে এবং তিনজন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য পেট্রোল ও ডিজেল ভর্তি আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠৎ বিকট বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন