• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের আলটিমেটাম * রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ * নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে: আইন উপদেষ্টা * পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব নিষিদ্ধ হলো ভারতে * গণঅভ্যুত্থানের মামলা তদন্তে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল * তিন দফা দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ * সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ * আজ বিশ্ব মা দিবস * জনগণ খুনিদের অবিলম্বে শাস্তি দেখতে চায়: ডা.শফিকুর রহমান

ঈদের ছুটিতে শেবাচিম হাসপাতালে ৬০ রোগীর মৃত্যু

news-details

ছবি : সংগৃহীত


ঈদ-উল আজহার চারদিনের সরকারি ছুটিতে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক জনসহ ৬০ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বাধিক ২০ জন রোগীর মৃত্যু হয়েছে ঈদের আগের দিন। ঈদের দিন ডেঙ্গু আক্রান্ত এক রোগীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ছুটির প্রথম দিন (২৭ জুন) হাসপাতালে ১ হাজার ১৬৭ জন রোগী ভর্তি হন। ওই দিন নতুন ১৩ জনসহ মোট ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন ডেঙ্গু আক্রান্তসহ মোট ১৫ জন বিভিন্ন ওয়ার্ডে মারা যান।

তারা আরও জানায়, ঈদের আগের দিন (২৮ জুন) ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেবাচিমে ভর্তি হন। ঈদের বন্ধে ২৮ জুন সর্বাধিক ১ হাজার ২০৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওইদিন বিভিন্ন রোগে আক্রান্ত সর্বাধিক ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। ঈদের দিন (২৯ জুন) ডেঙ্গু জ্বরের লক্ষন নিয়ে সর্বোচ্চ ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওইদিন সর্বোচ্চ ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওইদিন চিকিৎসাধীন ১ হাজার ৬৫ জন রোগীর মধ্যে ডেঙ্গু আক্রান্ত একজনসহ ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন (৩০ জুন) নতুন ভর্তি হওয়া ১০ জনসহ মোট ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেবাচিমে চিকিৎসাধীন ছিলেন। ওইদিন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ১৬৭ জন রোগীর মধ্যে বিভিন্নরোগে আক্রান্ত ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে ঈদের বন্ধের আগের তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ জন রোগীর মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগী আগের চেয়ে বৃদ্ধি পাওয়ার সত্যতা স্বীকার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, সাসপেক্টেড (সন্দেহজনক) ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বেশি। পরীক্ষা নিরীক্ষায় যাদের ডেঙ্গু লক্ষন পাওয়া যাচ্ছে তাদের বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যাদের ডেঙ্গুর লক্ষন নেই তাদের ছাড়পত্র দেয়া হচ্ছে।

ঈদের চারদিন বন্ধে ডেঙ্গু আক্রান্ত একজনসহ ৬০ জন রোগীর মৃত্যুর বিষয়ে পরিচালক বলেন, গুরুতর রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। ঈদের ছুটিতে হাসপাতালের সকল ওয়ার্ডে রোস্টার (পালাক্রমে) ডিউটি পালন করেছেন চিকিৎসক ও নার্সরা। কোন ওয়ার্ডে চিকিৎসায় গাফেলতি ছিলোনা। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করেছেন।


এনএন বিডি ডেস্ক:

মন্তব্য করুন