ছবি : সংগৃহীত
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশকে। টস জিততে ব্যাট করতে নেমে ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড।
শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে ‘দ্য ফিজে’র বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার উইল ইয়াং।
বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হয়ে সের্বোচ্চ ৫৮ রান করা ইয়াং এদিন ফেরেন শূন্য রানে। অন্য ওপেনার ফিন অ্যালানকেও সাজঘরে ফেরান মোস্তাফিজ। সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিন। তার বিদায়ে ২৬ রানে ২ ওপেনারকে হারায় নিউজিল্যান্ড।
এরপর নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন অভিষিক্ত খালেদ আহমেদ। তার বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ৭.৫ ওভারে দলীয় ৩৬ রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।
এনএন বিডি, ঢাকা
মন্তব্য করুন