• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুন * আবাসন ভাতা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ * ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন

নেইমারকে বিশ্বের অন্যতম ভুয়া ফুটবলার বললেন পল ব্রাইটনার

news-details

ফাইল ছবি


ইউরোপ ছেড়ে সৌদি প্রো লীগে যোগ দিয়েছেন নেইমার। এতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ‘নাটক’ আর দেখতে হবে না বলে খুশি জার্মানির কিংবদন্তি ফুটবলার পল ব্রাইটনার। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদে খেলা এই সাবেক মিডফিল্ডারের চোখে, বিশ্বের অন্যতম ভুয়া ফুটবলার নেইমার।

পিএসজি ছেড়ে ২ বছরের চুক্তিতে সৌদি প্রো লীগের দল আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। আর ব্রাজিলিয়ান ফুটবলারকে কেনায় আল হিলালকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ বিশ্বকাপজয়ী পল ব্রাইটনার। মঙ্গলবার জার্মানির টিভি অনুষ্ঠান ‘ব্লিকপাঙ্ক স্পোর্ট’-এ তিনি বলেন, ‘নেইমারকে কেনার জন্য অ্যারাবিয়ানদের ধন্যবাদ জানাই। সে সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের অন্যতম ভুয়া ফুটবলার।’

গত এক দশকে ব্রাজিলিয়ান ফুটবলের সেরা ফুটবলার নেইমার। ২০১৩ সালে ২১ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেন তিনি। এরপর ২০১৭ সালে ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে নেইমারকে কিনে নেয় পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বড় মাপের খেলোয়াড় উল্লেখ করে পল ব্রাইটনার বলেন, ‘হ্যাঁ সে বড় মাপের খেলোয়াড়। কিন্তু সব সময় নাটকই করে গেলো।

তাকে যে আর সহ্য করতে হবে না, সে কারণে আপনাদের (আল হিলাল) কাছে আমরা কৃতজ্ঞ।’

২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ছিল নেইমারের। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৯ কোটি ইউরোয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনেছে আল হিলাল। এএফপির খবর, প্রো লীগের ক্লাবটিতে বার্ষিক ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। ইতোমধ্যেই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। তবে চোটের কারণে ক্লাবটির হয়ে এখনো অনুশীলনই করতে পারেননি নেইমার।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন