• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন * 'জুলাই সনদ' বিএনপি ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে :সালাহউদ্দিন আহমদ * সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে

হামজার পথ ধরে ঢাকায় পা রাখলেন শমিত সোম

news-details

সংগৃহীত


বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। সেই তিনি দলের হয়ে খেলতে চলে এসেছেন ঢাকায়। আজ সকালে বাংলাদেশে পা রেখেছেন তিনি। 

আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। অভিষেকের অপেক্ষায় আছেন ফাহামেদুল ইসলামও। সে ম্যাচের দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছেন শমিত।

আজ ভোর ৫টা ১০মিনিটে বাংলাদেশে পা রাখেন শমিত। কানাডা প্রবাসী এই ফুটবলার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় অবতরণ করেন।

সুদূর কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। যার ফলে দেশের হয়ে আজই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কোনো দৈব দুর্বিপাক না ঘটলে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে যে তিনি থাকছেন, তা বলাই বাহুল্য।

হামজা চৌধুরী বা অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটু আলাদা। তিনি এর আগে কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি বারবাডোস আর আইসল্যান্ডের বিপক্ষে কানাডার হয়ে খেলেছিলেন। তবে এরপরই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েন। এরপর আর ডাক পাননি দলে। শমিত এরপর সিদ্ধান্ত বদল করেন, কানাডা ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। 

আজ তিনি ঢাকায় পা রেখেছেন। বিমানবন্দরে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামতে তর সইছে না আমার। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।’

আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে শমিত খেলছেন না, তা কোচ হাভিয়ের কাবরেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘যখন আমরা শমিতের কথা ভাবছিলাম, তখনই দলে তার ভূমিকা কী হবে তা তাকে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে।’ 

তবে শমিতের অভিষেক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন, তা একরকম নিশ্চিতই। সে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শমিত। এ অপেক্ষায় তো বাংলাদেশের ফুটবল ভক্তরাও!


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন