ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আজ শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে শামীম পাটোয়ারী এবং তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদকে নেওয়া হয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কাটা পড়েন তানজিদ হাসান তামিম। প্রথম ওয়ানডেতে দারুণ খেলেছিলেন তিনি। তার ফিফটিতে ভর করেই জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে সুবিধা করতে পারলেন না বাহাতি এই ওপেনার।
২.৩ ওভারে তামিমের বিদায়ে ভাঙে পারভেজ ইমনের সাথে তার ১০ রানের উদ্বোধনী জুটি। ১১ বলে ৭ রান করে আসিথা ফার্নান্দোর বলে উইকেট কিপারকে ক্যাচ দেন তিনি।
তামিমের পতনের পর পারভেজ ইমন ও নাজমুল হোসেন শান্ত মিলে হাল ধরার চেষ্টা করছেন। ইমন ৫ ও শান্ত ৪ রানে ব্যাট করছেন। ৪ ওভার শেষে সংগ্রহ ১ উইকেটে ১৭ রান।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যায় বাংলাদেশ। সিরিজে ফিরতে হলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে টাইগারদের।
স্পোর্টস ডেস্ক
মন্তব্য করুন